২০১৭ সালের ২৫শে আগষ্ট বিশ্ব মিয়ানমারের রাখাইন প্রদেশে সৃষ্ট বিশাল এক মানবিক সংকট প্রত্যক্ষ করে। হামলার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার ও উখিয়া অঞ্চলে আশ্রয় নেয়।স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদার ও মানবিক সমর্থন এবং বাংলাদেশ সরকারের সঠিক নেতৃত্বে বহুজাতিক সহায়তা প্রচেষ্টার কারণে একটি মারাত্মক মানবিক সংকট এড়ানো সম্ভব হয়েছিল। কিন্ত এখন এই বিশাল জনগোষ্ঠী পেটের দায়ে জরীয়ে পরছে বিভিন্ন অপরাধে।
বিভিন্ন তথ্য মতে, গত ৪বছরে রোহিঙ্গাদের ৩৪টি ক্যাম্পে জন্ম নেয় একলাখ ত্রিশ হাজারেরও বহু শিশু। এবং অন্তঃসত্বা মহিলা রয়েছে আরো ২০ হাজার। এখনই জন্ম নিয়ন্ত্রন করা না গেলে বাংলাদেশকে আরো বড় ধরনের সমস্যায় পরতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্র চিন্তকগন ।