তালেবান কর্তৃক নিযুক্ত আফগানিস্তানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাক্বী হক্কানী বলেছেন, নতুন আইনের অধীন আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ও পড়াশোনা করতে পারবেন। তবে শরীয়াহ আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে ক্লাস করতে পারবে না।
তিনি আরো বলেন, আফগানিস্তানের মানুষ শরীয়াহ আইনের আলোকে মিশ্র নর-নারীর পরিবেশ ছাড়া নিরাপদে তাদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবেন। তিনি আরও বলেন, ইসলাম, জাতীয় ও ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুক্তিসংগত ও ইসলামী পাঠ্যক্রম তৈরি করতে চাই।