কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম আরিফ। দুজনই ভিপি নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন কর্মসূচি পরিচালনা করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন। এছাড়াও ঘোষিত ফলাফলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের মোল্লা রহমতউল্লাহ।