শিঘ্রই আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে তালেবান
almas hossain
-
আপডেট সময় :
সোমবার, ৩০ আগস্ট, ২০২১
-
৪৬৮
বার পঠিত
- আফগানিস্থানে আফিম চাষ বন্ধে শিঘ্রই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন। সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গ্রামাঞ্চলের লোকসমাবেশে তালেবান প্রতিনিধিরা বলা শুরু করেছেন যে, এখন থেকে আফিম চাষ নিষিদ্ধ হবে। আফগানিস্তানের যেসব এলাকায় আফিম চাষ বেশি হয় কান্দাহার তার অন্যতম। এর আগে গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি দেবেন না। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যক করা হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
এ জাতীয় আরও খবর