ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে মানিকা খাতুন (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার খোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মানিকা খাতুন একই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
স্বামী জসিম উদ্দিন বলেন, ‘রোববার রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। আনুমানিক রাত তিনটার দিকে আমার স্ত্রী অসুস্থ বোধ করলে বিছানা থেকে উঠে ঘরে বাতি জ্বালাই। এ সময় বিছানার কাপড়ের সাথে সাপ দেখতে পাই এবং সাপটিকে মেরে ফেলি। স্ত্রীকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করলে বাড়িতেই সে মারা যায়।’