কেরানীগঞ্জ প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় কণ্ঠভোটের মাধ্যমে মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক ও মিয়া আব্দুল হান্নানকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সুলতান মাহমুদ, মো. দেলোয়ার হোসেন ও আলতাফ হোসেন মিন্টু।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হাজী সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচন পরিচালনা করা হবে। সাবেক কমিটি আহ্বায়ক কমিটির কাছে ক্লাবের যাবতীয় হিসেব বুঝিয়ে দিবেন।