ঢাকার দোহার উপজেলার ফুলতলা বাজারে অবস্থিত স্বনামধন্য সেবামুলক প্রতিষ্ঠান দোহার ডেন্টাল এন্ড হেলথ কেয়ার এর এক বছর পূর্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক , মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, সোস্যাল ইসলামী ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার মোঃ নুরুজ্জামান, দোহার তরুণ উদ্যোক্তা গ্রুপের প্রধান মোঃ বাহালুল মোল্লা সহ ফুলতলা বাজারের ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় কর্তৃপক্ষ বলেন, অত্র প্রতিষ্ঠান সব সময় মানুষের আস্থার জায়গা তৈরি করে তাদের সেবা অব্যাহত রাখবে।
এবং সাফল্যের ধারাবাহিকতায়
১লা অক্টোবর থেকে ডায়াগনস্টিক বিভাগ চালু করার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক ।