করোনা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তাই দ্রুত স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদে সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাবের আলোচনায় একথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেক উন্নত দেশও তা পারেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।