নতুন অ্যাপলের পরবর্তী স্মার্টফোনে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই কল করা কিংবা বার্তা পাঠানো যাবে। সে সুবিধা দেওয়া হবে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুঠোফোন নেটওয়ার্কের আওতার বাইরে জরুরি সেবা পেতে যোগাযোগের জন্য ‘আইফোন ১৩’ স্মার্টফোনে এমন সুবিধা আনার পরিকল্পনা করছে অ্যাপল।
ব্লুমবার্গের প্রতিবেদনটির আগে গত রোববার নতুন আইফোনে স্যাটেলাইটে যুক্ত হওয়ার সুবিধা আসছে বলে জানান অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপলের পক্ষ থেকে ঘোষণা আসার আগে প্রতিষ্ঠানটির আসন্ন পণ্যের নানান দিক সম্পর্কে প্রায়ই জানিয়ে থাকেন তিনি। তাঁর ‘অনুমানগুলো’ তুলনামূলক নির্ভরযোগ্য বলে প্রমাণিত।