শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জেলায় জেলায় ইসলামী আন্দোল বাংলাদেশ এর মানববন্ধন অনুষ্ঠীত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাইল করীম গত ৩১শে আগষ্ট জেলায় জেলায় এই মানববন্ধন ঘোষনা করেন। তারই অংশ হিসেবে আজ (২ই সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জেলায় এই মানববন্ধন অনুষ্ঠীত হয়। প্রতিটি জেলায় এই মানববন্ধন চললেও ঢাকা জেলা দক্ষিন ও নারায়নগঞ্জ সহ বেশ কিছু জেলায় পুলিশী বাধার সম্মূক্ষীন হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।