আমাদের পার্শবর্তী রাষ্ট্র মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। আজ (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দেশটির ছায়া সরকারের পক্ষ থেকে এই প্রতিরোধ যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জাতীয় ঐক্য সরকার (এনইউজি) নামের মিয়ানমারের ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ ঘোষণা দেন।
দুয়া লাশি লা বলেন, জাতীয় ঐক্য সরকার সামরিক জান্তার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ শুরু করেছে। দেশের মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এই লড়াই। এবং জনতার বিজয় না হওয়া পর্যন্ত এপথ তারা ছাড়বেননা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রত্যেক নাগরিককে মিয়ানমারের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন ‘সামরিক সন্ত্রাসীদের’ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান তিনি।
সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনেরও অভিযোগ করেন অং সান সু চি-র দল এনএলডি সমর্থিত ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।
ছায়া সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর সদস্যদের নিজ নিজ এলাকায় জান্তা সরকারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালানোরও নির্দেশ দেন তিনি।
সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের ‘জনগণের সঙ্গে যোগ দিয়ে জনতার শত্রুদের’ ওপর ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। দেশের সাধারনজনগনকে সাথে নিয়েই তিনি এ যুদ্ধ চালিয়ে যেতে চান।