কুড়িগ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন কুড়িগ্রামের দুই কৃষক এবং রাজবাড়ী এক যুবক।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
চিলমারীর চরাঞ্চলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বিকেলে উপজেলার চর শাখাহাতি গ্রামে ব্রহ্মপুত্র নদে পাটের আঁশ ছাড়ানোর সময় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার চর শাখাহাতি গ্রামের তমছের মোল্লার ছেলে জাহাঙ্গীর (৩২) ও হায়দারের ছেলে সোনা মিয়ার (৩৩)।
আহত একজন একই এলাকার ছক্কু মোল্লার ছেলে সামাদ মিয়া (৩৫)।
ঘটনায় বেঁচে যাওয়া কৃষক শহিদুল হক জানান, বিকেলে সোনা মিয়ার বাড়ির পেছনে ব্রহ্মপুত্রের অববাহিকার একটি নালায় আটজন মিলে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন তারা। এমন সময় বজ্রসহ বৃষ্টিতে গুরুতর আহত হন মোঃ জাহাঙ্গীর, সোনা মিয়া ও মোঃ সামাদ আলী।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর ও সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর সামাদ মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জুবায়ের হোসেন।