(Covid-19) মহামারি করোনা ভাইরাসের সংক্রমণজনিত ঝুঁকির কারণে গত বছরের (২০২০) মার্চ মাসের শেষ সপ্তাহে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এক সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাস চললেও লম্বা সময় লাখ লাখ শিক্ষার্থী ছিল ঘরবন্দি। এতদিন তারা কায়মনোবাক্যে প্রার্থনা করছিল, যেন খুলে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা হবে বলে সরকারের নির্দেশনায় বলা হয়েছে।
এ দিকে শিক্ষা মন্ত্রী দিপুমনি বলেছেন সংক্রমন বৃদ্ধি পেলে আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনাও দেওয়া হবে।