বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের কৈডালা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-নোমান (৬) বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে খেলতে যায়। এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে তাদের সন্ধান করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে পুকুরের পানির মধ্যে খুঁজতে গিয়ে ২ শিশুর লাশ পাওয়া যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।