হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এ সময় তিনি দল পুনর্গঠন করার কথা জানিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থীর পরাজয়ের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের সমন্বয়হীনতাকে দায়ী করেন।
শনিবার (১১ ই সেপ্টম্বর) সিলেট সফরে এসে দুপুর ১টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিদিশা এরশাদ।
তিনি বলেছেন, ‘জাতীয় পার্টির এখন এত বিশৃঙ্খল অবস্থা যে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে থানা-উপজেলা কমিটি নেই অনেক জায়গায়। আমরা দল পুনর্গঠনে হাত দিয়েছি। সে জন্য বাবা শাহজালাল (রহ.)-এর দোয়ার জন্য এসেছি।’ এরশাদের মতো তিনিও সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি বানাতে চান মন্তব্য করে বলেন, ‘সিলেট ছিল এরশাদ সাহেবের দ্বিতীয় বাড়ি। আজকে সিলেটে এসে যে রিসিপশন পেয়েছি তাতে আমি আবেগাপ্লুত। আমিও যাতে সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করব।