রোহিঙ্গা আশ্রয়প্রার্থীসহ দুই মাদক ব্যবসায়ীকে গাজীপুরে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ৮শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সানোয়ার হোসেন তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুজন হলো উখিয়া উপজেলার বালুখালী-২ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত নুর হোসেনের ছেলে নূর ফয়সাল (২০), একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইল্লাতলী গ্রামের মৃত হাসান ওরফে হাবিবুর রহমান ওরফে হাসিবুর রহমানের ছেলে জোহার ওরফে জোবায়ের (৩৫)। তারা নারায়ণগঞ্জের থানার ফুল হক এলাকার নুর হোসেনের বাসায় ভাড়া থাকে।
তাদের এমন কৃতকর্ম এক দিন নয় বরং তারা বহু দিন ধরে চালাচ্ছে মাদকের ব্যবসা।