জার্মানে বায়ার্ন মিউনিখ শাখার আ’লীগের সাধারণ সম্পাদক পদে সোহেল মিয়া
নিজস্ব প্রতিনিধি : জার্মান আওয়ামীলীগ বায়ার্ন মিউনিখ শাখার আওয়ামী লীগের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকার দোহারের মো. সোহেল মিয়ার নাম ঘোষণা করা হয়েছে। জার্মান বায়ার্ন মিউনিখ শহরের একটি রেস্টুরেন্টে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির গণসংবর্ধণা অনুষ্ঠানে জার্মান আওয়ামীলীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী সাক্ষরিত একটি প্যাডে আগামী ৩ বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তারা।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে প্রবাসে আওয়ামীলীগকে সুসংগঠিত করে আগামীতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় আওয়ামী লীগ নেতাবৃন্দসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সোহেল মিয়া দোহার উপজেলার জয়পাড়া থানার মোর এলাকার হারুন উর রশিদ মেম্বারের ছেলে। সে দীর্ঘদিন যাবত সুনামের সাথে আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।