(COVID-19) করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রস্তুতি নিচ্ছে। আজ (১৩ই সেপ্টেম্বর) মঙ্গলবার থেকে বিএনপির নির্বাহী কমিটি ধারাবাহিক সভা শুরু হয়েছে। এ সভার মূল আলোচ্য থাকবে আগামী নির্বাচন ও এই কেন্দ্রিক আন্দোলনের প্রস্তুতি।
সভার তথ্য হতে জানানো হয়। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে সভায় দলটির নির্বাহী কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলবে। সভাগুলোতে আগামী দ্বাদশ নির্বাচন ও এর প্রেক্ষিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, বিএনপির তিন দিনের ধারাবাহিক বৈঠকের শুরুর দিন আজ অংশ নেবেন দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সভায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারাও উপস্থিত থাকবেন।
বিএনপি নেতারা বলছেন, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে দলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো এজেন্ডা দেওয়া হয়নি। আর তারেক রহমানের নেতৃত্বে নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে এটিই তার প্রথম সভা। এর আগে গত একাদশ সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল নেতাদের সঙ্গে সভা হয়েছিল। তখন নির্বাচনকেন্দ্রিক আলোচনা হয়েছিল। কিন্তু এবার নির্বাচনের চেয়ে আন্দোলনের রূপরেখা নিয়ে বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারা বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া মানে জেনেশুনে পরাজয় মেনে নেওয়া। তাই আগে নিরপেক্ষ নির্বাচন আদায়ের দাবিতে কীভাবে মাঠে আন্দোলন গড়ে তোলা হবে তার কর্মকৌশল ঠিক করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। সেটিই বৈঠকের আলোচনা বিষয় হওয়া উচিত।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিনিয়র পার্সনগনও এই মিটিংয়ে থাকবেন বলে জানানো হয়।