নির্বাচন পর্যবেক্ষন করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম. নুরুল হুদা এক সপ্তাহের সফরে রাশিয়া গিয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব আবুল কাশেম মুহাম্মাদ মাজহারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৩৮ নম্বর ফ্লাইটে দেশটির উদ্দেশে তিনি রওনা দেন। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর অন্যান্য কাজ সম্পন্ন করে ২২ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে বিকেল সাড়ে ৫টায় দেশে আসবেন বলে জানা গেছে।
জানা গেছে, রাশিয়ার আসন্ন জাতীয় নির্বাচন স্ব-চোখে দেখতে তার এই আন্তর্জাতিক সফর।