সিলেট জেলার বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্র জমিয়তের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পালনকালে কলেজ শাখা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে অক্সিজেনের জন্য হাহাকার ছিলো পুরো দুনিয়ায়। অক্সিজেনের অভাবে যন্ত্রণাকাতর কত প্রাণ। আল্লাহর রহমতে প্রতিনিয়ত গাছ আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে। আমরা কি এর কোন শুকরিয়া আদায় করছি? সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়তে প্রয়োজন দুষণমুক্ত সমাজ। দুষণ মুক্ত সমাজের জন্য প্রয়োজন নিরাপদ অক্সিজেন। এছাড়াও চারপাশের পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই। অনুতাপের বিষয় হলো দেশে বৃক্ষরোপণের পরিবর্তে প্রায়ই দেখা যায় বৃক্ষ নিধন। ছাত্র জমিয়তের পক্ষ থেকে দেশের প্রতিটি নাগরিকের কাছে আহবান করছি আসুন আমরা বৃক্ষ নিধনে সচেতন হই। বৃক্ষরোপণে এগিয়ে আসি। নিরাপদ অক্সিজেন নিয়ে বেঁচে থাকি।
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা সভাপতি সিদ্দিক আলম, সহ-সভাপতি রাহাত আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক সাবের হোসেন, প্রচার সম্পাদক সোলায়মান রহমান, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান আহমদ, পঠাগার সম্পাদক আব্দুল খালিক ও নির্বাহী সদস্য মিনহাজুল ইসলাম প্রমুখ।