অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় আবারও নিয়ে আসা হয় রাসেলকে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
রিমান্ডে থাকা রাসেলের শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে বুকে ব্যথা এবং চাপ অনুভব করার বিষয়টি গুলশান থানা কর্তৃপক্ষকে অবহিত করলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা চেকআপ করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে আবারও গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছে রাসেল।