দেশে মাইগভ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই ডিজিটাল রূপান্তর হয়েছে ১৭টি মন্ত্রণালয়ের এক হাজারের বেশি সেবা। এবার এই প্লাটফর্মে তিনটি ক্যাটাগরিতে যুক্ত হলো সংস্কৃতি মন্ত্রণালয়ের ৩০৩টি সেবা। খুব শিগগিরি ৫১টি মন্ত্রণালয়ের প্রায় ৩ হাজার সরকারি সেবা একটি প্লাটফর্মে নিয়ে আসার এই কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই দল।
গত বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই সেবার উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রযুক্তিকে প্রগতির পথে এগিয়ে নেয়ার আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার রূপকল্পের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় সরকারের এই অ্যাপে অনলাইন ব্যবহারকারীদের হয়রানি রোধ এবং তাদের চাওয়ার আগেই সেবা দেয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
মন্ত্রী ৯৯৯ এর সেবা সম্পর্কেও বিশেষ আলোচনা করে সাফল্যের কথা তুলে ধরেছেন।