ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামপন্থি দলগুলো এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে দেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ইসলামপন্থিদেরকে কোন অশুভ শক্তি এক হতে দিচ্ছে না, তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, তাগুতী শক্তির লেজুরবৃত্তি না করে কেবলমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এদেশে আরো বহু আগেই ইসলাম প্রতিষ্ঠা হতো।
২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার, সন্ধ্যায় রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। শীর্ষ এই দুইনেতা পারস্পারিক কৌশল বিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।