1. admin@voicebarta.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
“জামায়াত আমিরের নেতৃত্বে ইসলামি রাষ্ট্র গঠন সম্ভব”, মতবিনিময়ে কওমি আলেমরা সংখ্যালঘু ট্রামকার্ড ব্যর্থতায় পর্যবসিত হয়েছে – মুফতি ফয়জুল করীম অন্তরবর্তী সরকারের প্রধান ডা: মো: ইউনুস ঢাকা দোহারে সু-প্রশিদ্ধ জামিয়া মাদানিয়া দারুসসুন্নাহ মাদরাসার নতুন ভবনের কাজ আরম্ভ মুন্সিগঞ্জের খারশুর এলাকায় বাস সিএনজি মুখোমুখি ৩জনের প্রানহানী ঢাকার দোহারের মেনটঘাটে বালু ব্যবসায়ীদের কবলে সৌন্দর্য আজ হুমকির মুখে বাংলাদেশের নতুন মন্ত্রী পরিষদে যারা দায়িত্ব পেলেন বিশ্বব্যাপী থার্টি ফার্স্ট নাইট উৎযাপন দেশ জাতি ও মুসলমানদের কল্যান কামনা করে চরমোনাইয়ের অগ্রহায়নের বাৎসরিক মাহফিল আখেরি মুনাজাত অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসরকে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩জনের মৃত্যু

১০০০ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ

মো.কামাল হোসেন, ঢাকা
  • আপডেট সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৪ বার পঠিত

প্রথম ধাপে ২ দফায় ৩৬৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে এবার দ্বিতীয় ধাপে ১ হাজারেরও বেশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন ইসি। বুধবার এ উপলক্ষে বৈঠকে বসতে চলেছে ইসি। সকাল ১১ টায় অনুষ্ঠিত বৈঠক শেষে বেলা দেড়টা নাগাদ দ্বিতীয় ধাপে একহাজার ৫০টির মত ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে এ সাংবিধানিক সংস্থাটি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমধাপে আমরা দু’দফায় ১১ এপ্রিল ২০৪টি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে ভোট নিয়েছি। কিন্তু দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপি ভোট যোগ্য হয়েছে, তবে একবারে সবগুলোতে এক সঙ্গে ভোট করা যাবে না। তাই কয়েক ধাপে আমরা ইউনিয়ন পরিষদের ভোট সম্পন্ন করতে চাই। এনিয়ে আগামী বুধবার সকালে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে ১ হাজার ৫০টির মত ইউপির ভোটের তফসিল ঘোষণা করা হবে। এসব ইউপিতে অক্টোবরের শেষার্ধে নির্বাচন হবে।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, করোনার কারণে প্রায় সবগুলো ইউপির মেয়াদ শেষ হলেও ভোট নেয়া সম্ভব হয়ে ওঠেনি। সেকারণে আগামী ডিসেম্বরের মধ্যে মেয়াদ উর্ত্তীর্ণ সবগুলো ইউপিতে ভোট করতে চায় ইসি।

ইসি সূত্র জানায়, আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬তম সভা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠেয় এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সেখানে অন্য চার কমিশণার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ অন্যরা উপস্থিত থাকবেন।

জানা যায়, বুধবারের কমিশন সভা শেষে ইউপির দ্বিতীয় ধাপের ইউপি ভোট ছাড়াও সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপনির্বাচন, সংরক্ষিত মহিলা আসন-৪৫ এর শূন্য আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের পৌরসভায় সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে ইউপি সংখ্যা ৪ হাজার ৫৭১টি। এর সবগুলোরই মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। গত ২১ মার্চ মেয়াদ শেষ হয় ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কতগুলো মামলা জনিত কারণে ভোট করা যাচ্ছে না। কিন্তু করোনা ভাইরাসের কারণে মেয়াদ উত্তীর্ণ সব ইউপপিতে সময় মতো নির্বাচন করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Voice Barta
Theme Customize Shakil IT Park