ঢাকার দোহারে জেবিন নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি প্রেমিকের উপর অভিমান করে জেবিন আত্মহত্যা করেছে।
নিহত জেবিন উপজেলার শিমুলিয়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ও মালিকান্দা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বছর খানিক আগে জেবিনের সাথে শ্রীনগর উপজেলার বাঘরা নলট্যাক এলাকার প্রবাসী জামাল গাজীর ছেলে রিফাতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দুই পরিবারের এ সম্পর্কে রাজি না থাকলেও পরবর্তীতে দুই পরিবার তাদের সম্পর্ক মেনে বিয়ের সিদ্ধান্ত নেয়। আজ বিকেলে জেবিনের সাথে রিফাতের মোবাইলে কথা হয়। এসময় রিফাত জেবিনের সাথে রাগারাগি করেন। এক পর্যায় জেবিন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আতœহত্যা করে। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
জেবিনের মা তসলিমা বেগম ও মামি নাসরিন অভিযোগ করে বলেন, বিকেলে রিফাত জেবিনকে ফোনে রাগারাগি করেছে। এ কারনেই জেবিন আত্মহত্যা করেছে।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।