সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যু পরপর নিবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিডি হলে এ দিবসটি পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে র্ভাচুয়ালী বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল।পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রিমন কুমার তালুকদার। পুজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দে সহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।