জাতীয় দৈনিক‘বাংলাদেশের খবর’ পত্রিকার সাফল্যের সঙ্গে পথচলার ৬ষ্ঠ বর্ষ অতিক্রম করে সপ্তম বছরে পদার্পণ করেছে। রোববার (১০ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার দোহার উপজেলায় বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে কেক কেটে কর্মসূচির পালন করা হয়েছে।
বাংলাদেশের খবর পত্রিকাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের খবরকে বেশি প্রাধান্য দেওয়ার আহবান জানান অতিথিরা ।
অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের খবরের দোহার প্রতিনিধি মো. জুবায়ের আহম্মেদকে কেক খাইয়ে দিয়ে বর্ষপূতিতে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান, নববাংলা পত্রিকার প্রকাশক মো. বিল্লাল হোসেন, নববাংলা উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাগ্রত জনতার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আতাউর রহমান সানী, দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, একাত্তর টিভির ঢাকা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ, নববাংলার নির্বাহী সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম, দৈনিক আগামীর সময় প্রত্রিকার সহ-সম্পাদক আবুল হাশেম ফকির, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. শাহাদাত হোসেন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি নাজনীন সিকদার, দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধ মো. সুজন হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ, দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি মাকসুমুল ইসলাম মুকিম, মো. রফিক নাজুমল বারী প্রমুখ।