বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার ৫ শ্রীধরপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে সৎপিতার বিরুদ্ধে মেয়ে পাচার করার অভিযোগ উঠেছে। এবিষয়ে কিশোরী মেয়েটির মা দিঘির পাড় গ্রামের মৃত- আক্কাচ আলীর মেয়ে মোছাঃ ফজিলা বেগম (৪৭) বাদী হয়ে,অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়,বাদীনির পূবের স্বামী আফজাল সরদারের, ঔরসে তার গর্ভে ২টি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। নাজমা খাতুন,ও রিক্তা খাতুন তার প্রথম স্বামীর মৃত্যুর পরে। পাশবর্তী আজিবর মোল্যা(৬৫) সাথে গত ১১/৩/২০১৩ তারিখে,রেজিষ্টি কাবিন মূলে তার বিয়ে হয়।তার মেয়ে দু’টো নিয়ে আজিবরের সাথে ঘর সংসার করতে থাকে। তার বড় মেয়েকে বিয়ে দিয়েছে, ছোট মেয়ে রিক্তা খাতুনকে পাশের ধোপাদি গ্রামে বিয়ে দেয়,কিন্তু ছোট মেয়ে রিক্তাকে তার শশুর বাড়ী হতে তার স্বামী বাড়ি নিয়ে আসে,শশুর বাড়ি যেতে না দিয়ে,জোরপূর্বক আটক করে রাখে। গত ৪/০৯/২১ তার মেয়ে রিক্তা অসুস্থ হয়ে পড়ে, তার স্বামীর আগের স্রীর ছোট ভাইপো শংকর পাশা গ্রমের মৃত- বাবর আলী ওরফে সিংগির পুত্র মোঃ কুদ্দুস বিশ্বাস২৫) ওই দিন তাদের বাড়ি আসে। স্বামী আজিবর ও কুদ্দুস মেয়ের জ্বর হয়েছে বলে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। আজিবর একা বাড়ি ফিরে আসে সে মেয়ের কথা জানতে চাওয়ায় তাকে মারপিট ও গালাগালসহ নির্যাতন করে। এবিষয়ে ভুক্তভোগী ফজিলা বেগম বলেন, আমার মেয়েকে আমার স্বামীসহ তার সহযোগীরা কোথায় পাঁচার করেছে,আমি সব স্থানে মেয়েকে খুঁজে না পেয়ে অভয়নগর থানায় আমার স্বামীসহ তিন জনের বিরুদ্ধে,লিখিত অভিযোগ করেছি। আমি দ্রুত ভাবে মেয়ে রিক্তাকে ফেরত চাই, পুলিশ- সাংবাদিক সবাই সহযোগিতা করবেন, আইনের মাধ্যমে অপরাধীরা শাস্তি পাক এই আসা করি।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।