ভয়েস বার্তা ডেস্ক: দেশের পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করুন।
আজ শুক্রবার (৫ই নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।
গত ৩ নভেম্বর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়, যা কার্যকর হয় ওইদিন রাত ১২টা থেকে।
এরপর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাজধানীসহ সারাদেশে ধর্মঘট কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা।
আগামী ৭ই নভেম্বর বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যম জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
এদিকে আজ একটি সমাবেশে দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার ভিতরে আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ভিপি নূর।
তিনি আরো বলেন, বারবার জ্বালানী তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকার জনদূর্ভোগ সৃষ্টি করেছে।