ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী কোনো ভোট পাননি। তাদের নামের পাশে শূন্য ভোটের কারণ তারা নিজেরাও নিজেদের ভোট দেননি।এদের মধ্যে খোকা মিয়া (মোরগ প্রতীক) বর্তমান ইউপি সদস্য ও দুলাল মিয়া (বৈদ্যুতিক পাখা) নতুন প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে ওই দুইজন কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এনামুল হক।
জানা গেছে, এ ওয়ার্ডে পাঁচজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, আব্দুল জব্বার তোকদার (ফুটবল) ১০৩৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (টিউবওয়েল) ৯৩১ ভোট পান।
তবে ভোটের বিষয়ে খোকা মিয়া বলেন, ‘বিপক্ষের একজন প্রার্থীকে ঠেকানোর জন্য আমি নিজেই অন্য প্রার্থীকে ভোট দিয়েছি।’
দুলাল মিয়া এ বিষয়ে কথা বলেননি। রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বলেন, “নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। খোকা মিয়া ও দুলাল মিয়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন।”