ভয়েস বার্তা ডেস্কঃ
আজ সোমবার (২৮শে ফেব্রুয়ারী ২০২২ইং) সকাল ৯ টায় দেশ ও জাতির কল্যান কামনার মধ্য দিয়ে শেষ হল বরিশালের চরমোনাই মাদরাসার ফাল্গুনের বাৎসরিক মাহফিল।
গত ২৫শে ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা চরমোনাই দরবারের পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় তিন দিন ব্যাপী চরমোনাইয়ের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল।
সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মুসল্লীদের পদচারনায় মুখরিত হয় মাহফিল প্রাঙ্গন।
জানা যায়, এ বছর মোট ছয়টি মাঠ জুরে ছিল মুসল্লীদের প্রচন্ড ভীর। বাস, ট্রাক, লঞ্চ,ও ট্রলারে করে মানুষের ঢল নামে কীর্তনখোলার তীরে অবস্থীত চরমোনাই মাহফিলে।