দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি ও মদের লাইসেন্স বাতিলের দাবিতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ঢাকায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত।
আজ (১লা এপ্রিল ২০২২ইং) শুক্রবার, বাদ জুমা, গুলিস্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বে ঘোষিত আজকের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা থাকলেও প্রশাসন সর্বশেষ গুলিস্তানের এই পার্কটিতে করার অনুমোদন দেয়।
সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা আসতে থাকে বিভিন্ন যানবাহনের মাধ্যেমে।জুমার পর সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশ চত্তর উচ্ছ্বসিত জনতার পদচারণার ভরে যায়।
জুমার পরপরই সমাবেশের চারপাশ এলাকা, গুলিস্তান, পল্টন, টিকাটুলি, মতিঝিল সহ মিছিলে মিছিলে নেতাকর্মীরা দখলে নেয়। জায়গা না থাকায় এবং মাইক সার্ভিস না থাকায় অনেককে গাছের উপর উঠে সমাবেশ উপভোগ করতে দেখা গেছে।
সমাবেশে বক্তব্য প্রদান করেন দেশ বরেন্য রাষ্ট্র চিন্তক, উলামায়ে কেরামগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জাতীয় নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম বলেন, মদের লাইসেন্স দেওয়ার মাধ্যমে দেশের যুব সমাজ আজ ধ্বংসের পথে পা দিচ্ছে। তিনি দ্রুত মদের এই লাইসেন্স বাতিলের দাবি জানান। তিনি আরো বলেন, দ্রব্যমুল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে, দ্রুত এর ব্যবস্থা সরকার নিতে ব্যর্থ হলে দেশ কঠিন এক দুর্ভিক্ষের কবলে পরবে।
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম তার সর্বশেষ বক্তব্যের পর বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেন।
জাতীয় মহাসমাবেশে ঘোষিত কর্মসূচি
দাবীসমূহ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মসূচি :বিভাগীয় সমাবেশ-
১. ১৩ মে শুক্রবার রংপুর, ২. ২০ মে শুক্রবার বরিশাল, ৩. ২১ মে শনিবার খুলনা, ৪. ২৭ মে শুক্রবার চট্টগ্রাম, ৫. ৪ জুন শনিবার রাজশাহী, ৬. ১০ জুন শুক্রবার সিলেট, ৭. ২০ জুন সোমবার মোমেনশাহী, ১ জুলাই শুক্রবার ঢাকায় গণমিছিল