দেশে বিভিন্ন এলাকায় ট্রাক-মিনি ট্রাক এর ডিজে সাউন্ড সম্বলিত কিশোরদের উল্লাস মাতামাতি করতে দেখা গিয়েছে। এদের অধিকাংশের বয়স ১৪, ১৫, ১৬ এর মত।
আযান ও নামাজের সময়ও থেমে নেই ভেঁপু বাজানো, উচ্চ আওয়াজে বক্স বাজানো।
বিকৃত সব অঙ্গভঙ্গি এবং বেপরোয়া আচরণ চোখে পড়ার মতো! আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে দিয়ে উচ্চশব্দে বিকট শব্দে হৈ-হুল্লোড় করতে করতে বাজারের অলিগলি ও সবগুলো সড়ক এদের দখলে চলে গেছে। বিশেষ করে দর্ষনীয় স্থান গুলোতে এদের বেশি দেখা গিয়েছে। ঈদের দিন ও ঈদের পরদিন (আজ) খুব বেশি উৎশৃঙ্খল দেখা গিয়েছে।
সারা বছর বিভিন্ন ব্যস্ততা কাটিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান অনেকেই কিন্ত এমন উৎশৃঙ্খলার মধ্যে সন্তানকে নিয়ে ঘর থেকে বের হওয়া অনেকেই এখন সাচ্ছন্দবোধ করেননা বিধায় ঘর হতে বের হননা।
আজ থেকে পাঁচ বছর আগেও এমন উৎশৃঙ্খল ছিলনা। এই অপসংস্কৃতি এরা কোথা থেকে আমদানি করল? আসলে তাদের পিতা-মাতার বে-খিয়ালীপনাই এর জন্য দাই বলছেন বিশিষ্টজনেরা।
এই বিকৃত সংস্কৃতি এবং উৎসব পালনের রীতি অবিলম্বে বন্ধ করতে হবে। এদেরকে এখনই থামাতে হবে। নাহলে একটা সময় পর আর থামানো সম্ভব হবে না। আশা করছি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিগণ বিশেষ ভূমিকা রাখবেন।
বলা হয় আজকের শিশু ভবিষ্যৎ জীবনের সম্পদ কিন্ত এদের দেখলে আমরা হতাশ হয়ে যাই। কোমলমতি শিশুদের সুস্থ সংস্কৃতি উপহার দিতে এসব বন্ধ করার কোন বিকল্প নেই।