ভয়েস বার্তা ডেস্কঃ
ভারতের রাসূল সা. ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাযি.-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আজ ১০ই জুন শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠীত হয়।
মিছিল পূর্ব উত্তাল জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশ সরকারের ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে এখনো কোন নিন্দা না জানানোটা এদেশের মুসলমানদের বিরুদ্ধে পক্ষ নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি দ্রুত সংসদে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহবান জানান।
সমাবেশ থেকে আগামী ১৬ জুন, বৃহস্পতিবার, সকাল ১১টায়। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষনা করেন।