ভয়েস বার্তা ডেস্কঃ
ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্রমদির আমন্ত্রণে চার দিনের জন্য ভারত সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৫ই সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সেখানে দু-দেশের অর্থনৈতিক ব্যবসা-বানিজ্য, বিভিন্ন নদ-নদীর পানি বন্টন, ও রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।
পূর্বের বিভিন্ন চুক্তি বাস্তবায়নে ও দু দেশের মধ্যে আরো সম্পর্ক যোরদারেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দিল্লিতে সে দেশের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগন উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে।