ভয়েস বার্তা ডেস্ক:
পৃথিবীর সকল মানুষের দুনিয়ায় শান্তি ও আখেরাতের মুক্তি কামনায় কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইয়ের তিন দিনের অগ্রহায়নের বাৎসরিক মাহফিল সমাপ্ত।
গত ২৫ মে নভেম্বর শুক্রবার বাদ জুমা চরমোনাই পীর হযরত মাও: মুফতি সৈয়দ রেজাউল করিমের উদ্বোধনী আম বয়ানের মাধ্যমে অগ্রহায়নের বাৎসরিক মাহফিল আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
চরমোনাইয়ের সাবেক পীর বর্তমান পীর সাহেবের দাদা মাও: সৈয়দ ইসহাক র: এই দরবারের প্রতিষ্ঠাতা তার পর তার ছেলে মাও: সৈয়দ ফজলুল করীম র: এই দরবারকে আরো সু-প্রশিদ্ধ করেন। বর্তমান মাহফিল গুলোতে দেশীয় মুসল্লীদের পাশাপাশি বিদেশী মুসল্লী ও মেহমানগন উপস্থিত হন।
প্রতি বছর দরবার শরিফে দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। একটি অগ্রহায়নে ওপরটি ফেব্রুয়ারীর ফাল্গুনে অনুষ্ঠিত হয়। এবারে তুলনায় ফাল্গুনে মুসল্লী বেশি হয় বিধায় তখন বড় পাঁচটি মাঠের প্রয়োজন হয়। এবারের অগ্রহায়নে দুটি মাঠে লক্ষ লক্ষ মুসল্লী মাহফিলে অংশ গ্রহন করেন।
মাহফিলে মুসল্লী গন বাস, ট্রাক, লঞ্চ, ট্রলার যোগে যোগদান করেন।