ভয়েস বার্তা ডেস্কঃ
আজ ১৭ই ডিসেম্বর, শনিবার সকালে ঢাকার গুলিস্তানে অবস্থিত কাজি বশির মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্সে হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ৭ দফা দাবী।
সাত দফার মধ্যে রয়েছে..
১. কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে।
২. হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে।
৩. নবী সা.কে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করতে হবে।
৪. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
৫. জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৭. আসন্ন ইজতেমায় দিল্লীর মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসার অনুমতি প্রদান থেকে সরকারকে বিরত থাকতে হবে।
এছাড়াও হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচী বিষয়ে সম্মেলনে জানানো হয়, অনতিবিলম্বে হেফাজতের জেলা-উপজেলা কমিটি পূনর্গঠন করা হবে। জেলায় জেলায় শানে রিসালাত সম্মেলন করা হবে। তাছাড়া ঢাকায় জাতীয় শানে রিসালাত সম্মেলন করা হবে।
কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত এ কনফারেন্সে উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন আমীরে হেফাজত, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম। বক্তব্যরত সকল প্রতিনিধিদের থেকে কারাবন্দী মাজলুম উলামায়ে কেরামের মুক্তির আওয়াজ তোলা হয়। এ-সময় পুরো গুলিস্তান এরিয়া স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।