ভয়েস বার্তা ডেস্ক:
দেশের সকল জনগনকে সাথে নিয়ে মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা করা হবে।
আজ ১৩ই জানুয়ারি ২০২৩ইং শুক্রবার সকাল ৯ঘটিকা হতে গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাও: নেসার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিমসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সরকার আবারো মানুষকে ধোকা দিয়ে আগামী নির্বাচনে ক্ষমতার মসনদে চড়তে চায়। আগামীতে এর কোন সুযোগ কাউকে দেওয়া হবেনা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা নেসার উদ্দিনকে সভাপতি, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদকে সহ-সভাপতি ও মুফতি মানসুর আহমদ সাকীকে সেক্রেটারী জেনারেল করে ২০২৩-২৪ শেসনের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন।