ভয়েস বার্তা ডেস্ক:
সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের সামনে মানবতার মুক্তির সনদ পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন,সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেছেন: বিকারগস্ত ও চরম অসভ্য মানুষদের এমন গর্হিত কাজের প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা মূলত গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করতে চায়।
জমিয়ত নেতৃবৃন্দ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পৃথিবীর কোটি কোটি মুসলমান এই মূহুর্তে মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্ঠতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করে। পবিত্র ঈদুল আযহার দিনে মসজিদের পার্শে পবিত্র কুরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে যুক্ত পশুরূপী মানুষেরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।