ভয়েস বার্তা ডেস্কঃ
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কোনাখোলায় দোহার নবাবগঞ্জের মূল রাস্তায় খুচরা বাজার বসায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।
প্রতিদিন সকাল ভোরে মেইন রাস্তায় মাছ ও কাচা মালামাল বিক্রি করছে স্থানীয় লোকজন, যার ফলে বাস, ট্রাক সি এন জিসহ বিভিন্ন গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে সৃষ্টি হচ্ছে যানযট।
ঢাকা গামী দুরপাল্লার গাড়ি সময় মত পৌছাতে না পেরে সমস্যয় পরছে অনেকেই তাই দ্রুত এসব বাজার বন্ধ করে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে বিশিষ্টজনেরা স্থানীয় দায়িত্বশীলদের প্রতি আহবান করেছেন।