ভয়েস বার্তা ডেস্কঃ
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান বলেন, সাবেক নির্বাচন কমিশনার মরহুম মাহবুব তালুকদার একজন সত্য ও নির্ভীক মানুষ হিসেবে সবার নিকট পরিচিত ছিলেন তার ইচ্ছা ছিল বাংলাদেশের মানুষকে একটি গ্রহন যোগ্য নির্বাচন উপহার দেওয়ার কিন্তু শাসক গুষ্টির চাপে তা সম্ভব হয়নি, তিনি একজন সৎ মানুষ হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন, সরকারের চোখ রাঙ্গানীকে উপেক্ষা করে তিনি সুষ্ঠু নির্বাচন এর কথা বলতেন জনগনের অধিকারের কথা বলতেন, এক কথায় তিনি নিজেকে জালিমের সামনে মাথা নত না করে সাহসী কথার পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, আমি মাহবুব তালুকদার এর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।