ভয়েস বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২১ ফেব্রুয়ারি ২০২৩ইং মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি আহমদ ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মিসবাহ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহবুবুর রহমান, সহ সাহিত্য সম্পাদক সাদ আমির, আইটি বিষয়ক সম্পাদক আবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান বলেন, ভাষা আল্লাহর মহান নিয়ামত। মাতৃভাষাকে রক্ষা করতে হলে বিজাতীয় সাংস্কৃতি পরিহার করতে হবে। মাতৃভাষা দিয়ে কুরআন, সুন্নাহ, সীরাত, ইসলামী রাজনীতি, মুসলিম উম্মাহর বহুবিধ খেদমত আঞ্জাম দিতে হবে।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সহ সভাপতি আহমদ ইসলামাবাদী।