ভয়েস বার্তা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের শান্তিপূর্ণ প্রোগ্রামে ছাত্রলীগের হামলায় আহত নেতৃবৃন্দ কে হাসপাতালে দেখতে যান ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।
ছাত্র জমিয়ত বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে দেখতে যান।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা সহ আহত সকল নেতৃবৃন্দের সার্বিক খোঁজখবর নেন এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরিশেষে দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন।
প্রতিনিধি দলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি আহমদ ইসলামাবাদী, সাধারণ সম্পাদক হাফেজ খালেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল মিসবাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ।