ভয়েস বার্তা ডেস্ক:
গত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা দোহারের মৈনটঘাট সংলগ্ন যমুনা পুরাতন বাসস্ট্যান্ডে এক দোকানে আগুন লেগে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাতে প্রত্যক্ষদর্শী স্থানীয় কাদের, ও সুবাস নামে দুই ব্যক্তি জানান, রাতে আগুনে পুরার সময় ভয়ংকর শব্দে আমার ঘুম ভাঙ্গে। বের হয়ে দেখি পাশের এক দোকানে আগুন লেগেছে তরিৎঘরিৎ সবাইকে ডেকে আগুন নেভাতে চিৎকার করলে সকলেই বের হয়ে আগুন নেভাতে চেষ্টা চালায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের প্রায় সবটুকুই আগ্রাসী আগুনে পুরে গেছে। দোকানে থাকা লক্ষ লক্ষ টাকার মেশিন ও আসবাবপত্র পুরে ছাঁই হয়ে গিয়েছে। রাতে ফায়ার সার্ভিস আসলেও ততক্ষণে সব দগ্ধ হয়েছে।