ভয়েস বার্তা ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েব আমীর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও দলীয় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনরে নেতা কর্মীরা।
শুক্রবার দুপুরে উপজেলার জয়পাড়া হাজেরা ম্যানশনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা রোড, থানার মোড় হয়ে করম আলীর মোড় হয়ে ওয়ান ব্যাংকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. কামাল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সুলাইমান বেপারীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন এর সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মো. ইসমাইল হোসেন, ডা. মো.বিল্লাল হোসেন, হাফেজ রুহুল আমীন দেওয়ান
জয়েন্ট সেক্রেটারি মো. আব্দুল মালেক, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. তাওহীদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন শামীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. জামাল হোসেন সহ, ওয়ার্ড ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও দলীয় নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানান ও দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।