সাবেক হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে খুলনা কারাগারে নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে পুলিশ প্রহরায় রওনা দেয়া হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ তিনি খুলনা পৌঁছাবেন। সোনাডাঙ্গা থানার ২৩ (২)২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য তাকে খুলনা নেয়া হচ্ছে। তিনি আরো জানান, মাওলানা মামুনুল হকের জন্য কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাধারণ বন্দিদের সাথে রাখা হবে না। শনিবার তাকে আদালতে নেয়া হতে পারে।
সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ মাওলানা মামুনুল হককে খুলনায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় ২৭টি মামলায় গ্রেপ্তার রয়েছেন মাওলানা মামুনুল হক।