জানা গেছে, তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কিছু সময় আগেই তিনি হাটহাজারী মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
মহা পরিচালক হওয়ার এক ঘন্টা পরই হাটহাজারী মাদ্রাসার শুরা বৈঠকে মারা গেলেন মাদ্রাসা প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালাম চাটগামী।
আজ বুধবার (বেলা ১১টা ৪০ মিনিটে) বৈঠক চলাকালে হুইল চেয়ারেই মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের অপর সদস্য আল্লামা শেখ আহমদ। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণ নিয়ে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়েছিল।
গত বছর আল্লামা শাহ আহমাদ শফি রঃ এর মৃত্যুর পর আল্লামা জুনাইদ বাবুনগরী উক্ত মাদরাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি মারা যাওয়ার পর পদটি খালি হয় পরে সেই শূন্য পদটি পূরনে আজ এই শুরা বৈঠকের আয়োজন করে মাদরাসার শুরা কমিটি।
জানা গেছে, তিনি প্রায় সপ্তাহখানেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কিছু সময় আগেই তিনি হাটহাজারী মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।