আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার বলেছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে মন্ত্রী এই তথ্য জানান।
আজ (১৫ই সেপ্টেম্বর) বুধবার অথমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে জাতীয় সংসদে মন্ত্রী এই তথ্য জানান।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন। সে হিসেবে বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৯২ দশমিক ১১ ডলার। প্রতি ডলার ৮৫.২১ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাক।’