গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতেই স্থাপিত হচ্ছে বহুল কাঙ্খিত রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)। আরইপিজেড গড়ে তোলার লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেপজার কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। সভায় অংশগ্রহণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, বেপজার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলীম, উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, রংপুর সুগার মিলের এমডি নুরুল কবির, আওয়ামী লীগ নেতা কলামিষ্ট এএএম আলতামুল প্রধান শিল্পী, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী এএএম আলতামুল প্রধান শিল্পী জানান, সমন্বয় সভায় গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে ইপিজেড স্থাপনের লক্ষ্যে বিশদ আলোচনা হয়েছে। স্থানীয় এমপি সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে ইপিজেড স্থাপনের জন্য তাঁর সুচিন্তিত মতামত তুলে ধরেন বলে জানান তিনি।
চিনিকলের এমডি নুরুল কবির বলেন, আজকের সমন্বয় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে চিনিকলের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে ইপিজেড স্থাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।