সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন:
গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা পেলেন যারা তারা হলেন।
১নং লক্ষীপুর মোঃ শাহজাহান আলী প্রামাণিক গিনি
২নং মালিবাড়ী মোঃ শাহিন মিয়া
৩নং কুপতলা মোঃ তাজুল ইসলাম
৪নং সাহাপাড়া মোঃ রেকায়েতুল ইসলাম রিংকু
৫নং বল্লমঝাড় আলহাজ্ব মোঃ এমারুল ইসলাম সাবিন
৬নং রামচন্দ্রপুর মোঃ জাহিদুল ইসলাম সরদার
৭নং বাদিয়াখালী মোঃ ফরিদ কবির
৮নং বোয়ালী মোঃ খাইরুল ইসলাম
৯নং খোলাহাটি মোঃ মাহমুদ সারওয়ার মুক্তা
১০নং ঘাগোয়া মোঃ আমিনুর জামান রিংকু
১১নং গিদারী মোঃ হারুনুর রশীদ ইদু
১২নং কামারজানী মোঃ মহিউল ইসলাম
১৩নং মোল্লারচর মোঃ সাইদুজ্জামান সরকার।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের আলোকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের তালিকা মারফত বিষয়টি নিশ্চিত করা হয়।